বান্ধবীর বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভবন থেকে পড়ে মিশাল হোসেন অভি (২০) এক যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।
ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকা থেকে ‘এ’ লেভেল সম্পন্ন করা এ শিক্ষার্থী মোহাম্মদপুর এক বান্ধবীর বাড়ির ছাদে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে গিয়ে ছাদ থেকে পড়ে যান।
রোববার বেলা পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ২২/সি নং ময়ূরী ভিলা নামক নয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
অভি বাবা-মায়ের সঙ্গে মিরপুর ডিওএইচএসে বসবাস করতেন। তার বাবা সাইফুর রহমান একজন ব্যবসায়ী।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাসস্ট্যান্ড মোড়ের পাশের ময়ূরী ভিলা নামে একটি ভবন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়। ঠিক কী কারণে পড়ে মারা গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
মৃত্যুর কারণ নিশ্চিত হতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জেইউ/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর