সদরঘাটে ডিঙি নৌকায় লঞ্চের ধাক্কা, নিহত ৩
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকায় চার যাত্রী কেরানীগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে তাদের নৌকাটিকে ধাক্কা দেয় একটি লঞ্চ। এতে চারজন নিখোঁজ হন। পরে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- রোজিনা বেগম (৪০), মমতাজ বেগম (৫০) ও মতিয়ার (৫০)। এ ছাড়া আদিব নামে এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এ চারজনই কেরানীগঞ্জের কবরস্থান রোডে থাকতেন।
সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেইউ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর