৫১৪ পুলিশ সদস্য পরলেন ‘আইজিপি ব্যাজ’
২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ৫১৪ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পরালেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সপ্তাহ-২০১৯ এর তৃতীয় দিন বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সে এ ব্যাজ পরানো হয়। এ সময় সারাদেশ থেকে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৭ সালে আইজিপির গুড সার্ভিস ব্যাজ পেয়েছিলেন ৩২৯ জন।

একই অনুষ্ঠানে ২০১৮ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিটকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও পুলিশ সপ্তাহ ২০১৯ এ কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম শিল্প পুলিশ, দ্বিতীয় এপিবিএন এবং যৌথ মেট্রোপলিটন দলসহ পুলিশের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
এআর/এনডিএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর