শাকির দেওয়ানের বইয়ের মোড়ক উন্মোচন
লেখক, গবেষক, গীতিকার শাকির দেওয়ান রচিত ছড়ার বই ‘স্মৃতির ভিটা’বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে শনিবার। উপমহাদেশের খ্যাতিমান সাধক পুরুষ আলেপ চাঁন ওরফে আলুফু দেওয়ানের ৯২তম মৃত্যুবার্ষিকী (ওরশ) উপলক্ষে মোড়ক উন্মোচন আয়োজিত হয়।
রাজধানীর অদূরে কেরানীগঞ্জের বামুশুরে দেওয়ান বাড়িতে দুই দিনব্যাপী এই ওরশ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক নাসির আলী মামুন। এ সময় উপস্থিত ছিলেন খ্যাতিমান বাউলশিল্পী আরিফ দেওয়ান, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী, সহ-পরিচালক ড. সাইমুন জাকারিয়া প্রমুখ।
শাকির দেওয়ানের লেখা বইগুলোর মধ্যে রয়েছে- গানের মানুষ প্রাণের মানুষ, শিশুতোষ গ্রন্থ ‘ভয়ংকর ভূতের ভয়ংকর কাণ্ড’, ‘আলফু দেওয়ান : জীবন ও সংগীত’, ‘মালেক দেওয়ান : জীবনথা ও গান’, ‘খবির দেওয়ান গীতি সমগ্র’, ‘আরিফ দেওয়ান : জীবন ও গান’, ‘আমিরী সংগীত (ক্বারী আমির উদ্দিন রচিত গান : তৃতীয় খণ্ড (জ্ঞাননেত্র:’, ‘চতুর্থ খণ্ড : পরশমণি’, অনুবাদগ্রন্থ ঈশপের গল্প : প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড।
শাকির দেওয়ান সম্পাদিত বাউল ও পালাগান : প্রাসঙ্গিক কথকতা বইটি জাতীয় গ্রন্থকেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। স্মৃতির ভিটা গ্রন্থটি শাকির দেওয়ান রচিত মৌলিক ছড়াগ্রন্থ। বইটিতে পঞ্চাশটি ছড়া সংকলিত হয়েছে। খ্যাতিমান শিল্পী আইয়ুব আল আমিনের নান্দনিক প্রচ্ছদ ও অলংকরণে স্মৃতির ভিটা প্রকাশ করেছে আলোকায়ন।
বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বইটিতে সংকলিত ছড়াগুলো নানা বিষয় আঙ্গিকের হলেও মানবিক মূল্যবোধের শিক্ষাটি প্রায় ছড়াতেই প্রধান উপজীব্য বিষয় হিসেবে প্রতিভাত হয়েছে। প্রকাশিতব্য গ্রন্থের তালিকায় রয়েছে- ড. সাইমন জাকারিয়ার সম্পাদনায় শাকির দেওয়ানের মরমি গান ও শাকির দেওয়ানের আধুনিক গান।
এএসএস/এমআরএম/জেআইএম