কেমিক্যাল গোডাউন থাকায় গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন, এলাকাবাসীর ক্ষোভ
পুরান ঢাকার ইসলামবাগের ছয়তলা ভবনের নিচে কেমিক্যাল গোডাউন থাকায় ওই ভবনের গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববারের মধ্যে নিজ দায়িত্বে এগুলো না সরালে পুনরায় সংযোগ দেয়া হবে না। গ্যাস বিদ্যুৎ বন্ধ করা দেয়ায় ওই আবাসিক এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলেছেন, অন্যায়ভাবে তাদের গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অন্যদিকে ইসলামবাগের ১২/৪ নম্বরে ৫ তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন পাওয়ায় শুধু নিচতলার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া ৭৪/২ ইসলামবাগের ৫ তলা ভবন ও ৭৫/২ এর ৮ তলার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদেরও একই নির্দেশনা দেয়া হয়েছে।

৬ তলা ভবনের মালিক শরিফ মিয়া বলেন, আমাদের এখানে কেমিক্যাল আছে কিন্তু দাহ্য নয়। আগুন লাগবে না তাই আমরা সরাই নাই। আমাদের গ্যাস বিদ্যুৎ বন্ধ করে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।
এর আগে বেলা ১১টায় পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরাতে বিশেষ অভিযানে নামে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজউকের ম্যাজিস্ট্রেটরা। এছাড়া তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসির লোকজন অংশ নিয়েছে ।
এআর/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর