ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নীলফামারী সদরে চেয়ারম্যান পদে ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৯ মার্চ ২০১৯

১০ মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির পক্ষ থেকে ৮ মার্চ (শুক্রবার) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো. আতিয়ার রহমান।

আদেশে বলা হয়, ‘রিট পিটিশন নম্বর-২০৯৩/২০১৯ এর গত ২৪ ফেব্রুয়ারির আদেশটি চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত স্থগিত আছে। সেহেতু নীলফামারী জেলার সদর উপজেলা পরিষদের আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

আগামীকাল রোববার (১০ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে।

পিডি/জেডএ/এমএস

আরও পড়ুন