অনুদান পেল বাঘাইছড়িতে হতাহতদের পরিবার
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ব্রাশফায়ার ও নৃশংস হামলার ঘটনায় হতাহতদের পরিবারকে অনুদান দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রোববার (৭ এপ্রিল) দুপুরে সিইসি কে এম নূরুল হুদা হতাহত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন দুর্বৃত্তের ব্রাশফায়ারে এই হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার নিহতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাদের পাশে থাকবে এবং যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।’
নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম বিভাগের ডিআইজি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তির তথ্য মতে, নিহতদের পরিবারপ্রতি সাড়ে পাঁচ লাখ, গুরুতর আহত ১৪ জনকে এক লাখ করে এবং সাধারণভাবে আহত ৪০ জনকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
বাঘাইছড়িতে নিহতরা হলেন- সহকারী শিক্ষক ও পোলিং কর্মকর্তা মো. আবু তৈয়ব ও আমির হোসেন, আনসার ও ভিডিপির দলনেতা মিহির কান্তি দত্ত, আনসার সদস্য আল-আমিন, সদস্য মোছা. বিলকিছ, সদস্য মোছা. জাহানারা বেগম এবং পোলিং এজেন্ট মন্টু চাকমা।
এছাড়া বান্দরবান জেলার লামা উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্য বেগম হাফিজা বেগমের পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়। গতকাল শনিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই চেক প্রদান করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পিডি/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল
- ২ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ৩ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ৪ পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪
- ৫ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন