ডিএনসিসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনে (ডিএনসিসি) মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ মে) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ সময় ফার্মেসি মালিকে কারাদণ্ড ও দোকান সিলগালা করা হয়।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেডিল্যাব মেডিকেল সার্ভিসেস নামের একটি ফার্মেসিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ফার্মেসির মালিক মুজিবুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ফার্মেসিটি সিলগালা করা হয়। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
এএস/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর