ফেন্সিডিল-গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা আটক
প্রতীকী ছবি
রাজধানীর ভাটারা ও শাহবাগ এলাকায় পৃথক দুটি অভিযানে চার মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি-উত্তর বিভাগের একটি টিম। ক্ষুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, বুধবার রাতে ভাটারার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ।
আটকরা হলেন মো. হোসেন (২১) ও রাসেল আহাম্মেদ (২৮)। এ সময় সময় তাদের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাতে পৃথক এক অভিযানে শাহবাগ এলাকার সরকারি কর্মচারী হাসপাতালের পশ্চিম পাশ থেকে ফেন্সিডিলসহ আরও দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি-পুলিশ। আটকরা হলেন মো. রাজু শেখ (২৪) ও মো. আল-আমিন মোল্লা (১৯)। তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও ১টি প্লাস্টিকের কন্টেইনারে থাকা ৫ লিটার খোলা ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা যশোর সীমান্ত এলাকা হতে ফেন্সিডিল এবং ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
এআর/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন