লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মহানবী হযরত মোহাম্মদ (স.), হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী সোমবার এ আদেশ দেন। আদালতে হাজির না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
সর্বশেষ - জাতীয়
- ১ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হওয়া গভীর দায়িত্বের বিষয়
- ২ খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর
- ৩ জীবিতকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
- ৪ যশোর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সাবিরা সুলতানা
- ৫ সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া: মাহফুজ আনাম