ইবোলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ
ইবোলা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। এর আগে গত ১৬ অক্টোবর বিদেশ থেকে আগত সকলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে মেডিক্যাল টিম নিয়োজিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
সর্বশেষ - জাতীয়
- ১ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হওয়া গভীর দায়িত্বের বিষয়
- ২ খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর
- ৩ জীবিতকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
- ৪ যশোর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সাবিরা সুলতানা
- ৫ সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া: মাহফুজ আনাম