ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গ্রীনরোডে অফিস ডেকোরেশনের সময় হঠাৎ বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৩০ জুন ২০১৯

রাজধানীর গ্রীনরোডে একটি অফিসে ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে ৪ শ্রমিক দগ্ধ হন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. ফয়েজ (২৩), রাসেল (৩০), লতিফ (২০) ও সুজন (১৯)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

দগ্ধ রাসেল জানান, তারা গ্রীনরোডের চর্তুথ তলায় আরটেক্স ডেকোরেশন কোম্পানিতে কাজ করেন। ওই ভবনেরই নিচ তলায় ডেকোরেশনের কাজ করছিল তারা। সকালে কাজ করার সময় হঠাৎ ভিতরে বিস্ফোরণে ঘটে। এতে তারা ৪ জনই দগ্ধ হন। তবে কিসের থেকে বিস্ফোরণে হয়েছে তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তারা চারজনই বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে।

এআর/জেএইচ/জেআইএম

আরও পড়ুন