বাংলাদেশ সফরে ভারতীয় ১৫ সেনা দম্পতি
ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি বাংলাদেশ সফর করবে। ৬ থেকে ১২ জুলাইয়ের এ সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ভারতীয় সেনাবাহিনীর মধ্য পর্যায়ের ১৫ জন কর্মকর্তা তাদের স্ত্রী-স্বামীসহ প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।
ভারতীয় সেনাবাহিনীর এ প্রতিনিধি দলের ৬ জুলাই (শনিবার) কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছবে। সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও মধ্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এ ছাড়াও প্রতিনিধি দলটি জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিজয়কেতন জাদুঘর, প্রয়াস, হাতিরঝিল ও কক্সবাজার পরিদর্শন করবে।
এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ তরুণ দম্পতি দিল্লি, আগ্রা ও কলকাতা সফর করে। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাপ্রধান তার প্রথম বিদেশ সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে এ ধরনের সফরের পরামর্শ দেন। এ সফর দুই দেশের অভিন্ন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করবে এবং দুই সেনাবাহিনীর মধ্যকার সহযোগিতা ও আন্তঃকার্যকারিতা সম্প্রসারণ করবে।
জেপি/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ২ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৩ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৪ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির
- ৫ চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা: আইন উপদেষ্টা