রোববার থেকে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটের ডাক
টিউশন ফি`র উপর ভ্যাট ( মূল্য সংযোজন কর ) প্রত্যাহার ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যানের দাবিতে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ কর্মসূচির ডাক দেন।
তাদের দাবি শুধু শিক্ষার্থীই নয়, শিক্ষা থেকেও ভ্যাট প্রত্যাহার করতে হবে। এই দাবি আদায়ের লক্ষে তারা আগামী রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট পালন করবে। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে আধিপত্যবাদীদের স্থান দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
- ২ বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
- ৩ হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় জিডি
- ৪ বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট
- ৫ ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই