প্রাইভেট মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী মানববন্ধন
টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে প্রাইভেট মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ সিদ্ধান্তে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করা কঠিন হয়ে পড়বে।
তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে পর্যাপ্ত আসন নেই এবং সেখানে সেশনজট থাকে এসব কারণে দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণ না করে অন্যায়ভাবে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করেছে।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাট দিবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে। তাই এ ধরনের তাল বাহানামূলক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে এসে ভ্যাট প্রত্যাহার করা উচিত।’
মানববন্ধনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, বাংলদেশ মেডিকেল কলেজ, বারডেম মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ইউনাইটেড ডেন্টাল মেডিকেল কলেজসহ বিভিন্ন বেসকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
আএসএস/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে আধিপত্যবাদীদের স্থান দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
- ২ বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
- ৩ হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় জিডি
- ৪ বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট
- ৫ ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই