সমঝোতা করতে র্যাব-ইস্ট ওয়েস্ট ৩০ মিনিটের বৈঠক
রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরিয়ে দিতে ভাইস চ্যান্সেলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে র্যাব। র্যাব-১ এর কর্মকর্তারা প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বৈঠক শেষে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আমরা ভিসি স্যারের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। দ্রুত এর সফলতা আশা করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের রাস্তা থেকে তুলতে এখনি কোনো অ্যাকশনে যাবে না র্যাব। মূলত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই স্যারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
বৈঠকে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমেদ শফি, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাস উদ্দিনসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার সকাল সাড়ে ১০ টা থেকে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর উত্তরা, ঢাকা-আরিচা মহাসড়ক, বনানী, ধানমন্ডি, সোবাহানবাগ ও রামপুরায় সড়ক অবরোধ করে রাখে।
রামপুরার অবরোধ শিথিল করতে র্যাবের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ট্র্যাফিক পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হুমায়রা পারভীন।
এদিকে দেড়টার পর থেকেই পুলিশের বাড্ডা থানার কয়েকজন পুলিশ সদস্য এসে রামপুরা টিভি সেন্টার এবং ব্রিজ এলাকার দোকানগুলো বন্ধ করে দেয়।
এআর/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে আধিপত্যবাদীদের স্থান দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
- ২ বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
- ৩ হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় জিডি
- ৪ বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট
- ৫ ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই