এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : শিরীন শারমিন
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক ব্রিফিংয়ে শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ দুটি সংসদীয় ফোরামে জয়ী হয়ে বাংলাদেশের সংসদ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হন সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী। তাঁরা দুজনেই আজ মঙ্গলবার দেশে ফিরে এসেছেন।
সর্বশেষ - জাতীয়
- ১ বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসন পুনর্বহাল রেখে গেজেট
- ২ প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
- ৩ হাদিকে গুলি: আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
- ৪ রাজধানীতে রিহ্যাবে মারামারির ঘটনায় যুবকের মৃত্যু
- ৫ স্বতন্ত্রপ্রার্থী হতে নির্বাচনি এলাকায় ১ শতাংশ ভোটার সমর্থন লাগবে