দারিদ্র্যতার হার কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশে
২০১৫ সালে বাংলাদেশে দারিদ্র্যতার হার কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশে। বুধবার হোটেল সোনারগাঁও এ সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন (এমডিজি) বাংলাদেশের অগ্রগতি, ২০১৫ এর প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ২০১০ সালেই চরম দারিদ্রের লক্ষ্য পূরণ করেছে। ২০১৫ সালের লক্ষ্যমাত্রা ৮ শতাংশের বিপরীতে এই হার সাড়ে ৬ শতাংশে নেমে এসেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএ/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চ্যালেঞ্জ থাকলেও জবাবদিহির মাধ্যমে মানবাধিকারে অগ্রগতি সম্ভব
- ২ পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ লাখের বেশি প্রবাসী
- ৩ গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন
- ৪ কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আসিফ-মাহফুজ অংশ নিতে পারবেন কি?
- ৫ ‘শুল্ক ফাঁকি’র মোবাইল বিক্রির সুযোগ রেখে চালু হচ্ছে এনইআইআর