প্রাথমিকের ৫ বছরের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
নির্বাচনী ইশতেহারের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণয়ন করা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব আকরাম-আল-হোসেন প্রধানমন্ত্রীর কাছে এ কর্মপরিকল্পনা হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহারের আলোকে পাঁচ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন। বৈঠক শুরুর আগে সেটি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।’
আরএমএম/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সাময়িক বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
- ২ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের
- ৩ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ৪ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৫ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন