ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভাটারায় ঘরে বসেই তারা তৈরি করছিলেন নানা ব্র্যান্ডের প্রসাধনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

কুমারিকা হেয়ার ওয়েল, বস সেভিং ফোম, কুল আফটার সেভ, ফেয়ারনেস ক্রিম, হেয়ার রিমুভ ক্রিম, স্পেশাল কালার মেহেদি, নিম ফেসওয়াশ সবই তৈরি হচ্ছে ছোট্ট ঘরে। দেশি-বিদেশি সব ব্র্যান্ডের প্রসাধনীর মোড়কে নকল এসব পণ্য বাজারজাত করা হচ্ছে। দেখে চেনার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল।

রাজধানীর ভাটারায় রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ নকল প্রসাধনীর কারখানার সন্ধান মেলে। এ অপরাধে ভেজাল প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে সিলগালাসহ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের উৎপাদিত সব নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে।

cream

অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, মাসুম আরেফিন ও ইন্দ্রানী রায়। অভিযানে সার্বিক সহযোগিতা করে ভাটারা থানা পুলিশ।

আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে বলেন, ‘নকল প্রসাধনী তৈরি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানার সাঈদ নগরের বি-ব্লকের বোর্ডগার্ডে অভিযান চালানো হয়। এ সময় গলির মধ্যে একটি বাড়িতে তিনটি ঘরে নামি দামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করা হচ্ছিল। এসব পণ্যের বৈধ অনুমোদন নেই। তাদের প্রতিষ্ঠানের কোনো নামও নেই।’

তিনি বলেন, ‘কুমারিকা হেয়ার ওয়েল, বস সেভিং ফোম, কুল আফটার সেভিং ক্রিমসহ দেশি-বিদেশি সব আকষর্ণীয় ব্র্যান্ডের ভেজাল এসব প্রসাধনী তারা তৈরি করে আসছিল। দেখে সহজে চেনায় উপায় নেই, কোনটি আসল আর কোনটি নকল। এ অপরাধে কারখানাটি স্থায়ী সিলগালা এবং ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের উৎপাদিত সব নকল প্রসাধনী সামগ্রী স্পটে ধ্বংস করা হয়েছে।’

এসআই/এনডিএস/এমএস

আরও পড়ুন