৯ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল তাদের আটক করে।
আটকরা হলেন সবুজ মজুমদার (২৯), মো. রিপন (২২) ও মীম (১৯)।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত কক্সবাজার ও টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
জেইউ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে দুটি হাইস্পিড বোট
- ২ পোস্টারহীন নির্বাচনে ছাপাখানার ‘শতকোটি টাকার’ ব্যবসায় ধস
- ৩ চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের অন্তর্কোন্দলে খুন, গ্রেফতার ৪
- ৪ ভোটের আগে ৪ ও পরে ৭ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র সচিব
- ৫ সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিবেচিত হবে