খিলগাঁওয়ে ৩০ ভরি স্বর্ণ লুট
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় একটি বাসার গ্রিল কেটে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
রোববার ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বরে এ কে এম গোলাম কবির কচি নামে এনসিসি ব্যাংকের এক কর্মকর্তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ সময় এনসিসি ব্যাংকের ওই কর্মকর্তা ও তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার আত্মীয় ফরিদ উদ্দিন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয় নিশ্চিত করে জানান, ডাকাত দল রোববার ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বরে এ কে এম গোলাম কবির কচি নামে এক ব্যাংক কর্মকর্তার বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বার্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
জেইউ/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার