সৌদিতে বাংলাদেশিদের তথ্য জানাতে হট লাইন
প্রতীকী ছবি
সৌদিতে হতাহতের ব্যাপারে তথ্য জানাতে হটলাইন খুলেছে সেখানে বাংলাদেশি দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে জাগোনিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের একজন অফিসার বর্তমানে মিনা হসপিটালে রয়েছে। সেই হাসপাতালে মৃতদেহগুলো নিয়ে আসা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনো কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ রিলিজ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশিদের কেউ যদি হতাহত হয়ে থাকে তাদের পরিবারকে জানিয়ে দেয়া হবে।
খবর জানার জন্য হট লাইন +966537375859 এবং +966509360082। হাজিদের পরিবার পরিজনের কারো যদি তথ্য জানার থাকে তাহলে শেয়ার করতে পারেন উপরের নম্বরে।
এসএ/এমএএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে আধিপত্যবাদীদের স্থান দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
- ২ বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
- ৩ হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় জিডি
- ৪ বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট
- ৫ ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই