‘আকাশ প্রদীপে’ সাড়ে ৫ কেজি স্বর্ণ, তল্লাশি চলছে
ফাইল ছবি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘আকাশ প্রদীপ’ বিমান থেকে পাঁচ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে আবুধাবী থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় অবতরণ করে। পরে তল্লাশি করে প্লেনের একটি সিটের নিচের পাইপ থেকে ৪৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ও ঢাকা কাস্টমস হাউজ যৌথ অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিমানটির ভেতরে অভিযান চলছে। তথ্য অনুযায়ী আরও স্বর্ণ উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।
অভিযানের বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, আমাদের (ঢাকা কাস্টমস) অভিযানে স্বর্ণগুলো উদ্ধার হয়েছে। বারগুলো আমার হাতেই রয়েছে। আমরা এখনও এটা খুলে দেখিনি। তারা (এপিবিএন) শুধুমাত্র আমাদের কাছ থেকে স্বর্ণ দেখতে চেয়েছে। আমরা এখনও প্লেনের ভেতর, অভিযান চলছে।
এআর/এসআর/পিআর