জাপানের বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস অর্থমন্ত্রীর
বাংলাদেশে জাপানি বিনিয়োগ উদ্বুদ্ধ করতে দেশটির বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন অর্থমন্ত্রী। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৈঠক সূত্রে জানা গেছে, জাপানের প্রতিনিধিরা ট্যাক্স ও ফরেন ট্যাক্স এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়ন বিষয়ে আলোচনা করছেন।
বৈঠকে জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইন ঢাকা, সুমিতোমো কর্পোরেশন, মেরুবেনি ও অন্যান্য কোম্পানি, নিপ্পন সিগন্যাল, টেকেন, মাতারবাড়ি প্রকল্প, ওমেরা গ্যাস ওয়ান, জেট্রো, মারুহিসা, ক্যাট গার্মেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিডি/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ধনী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবসে পুরাতন বিমানবন্দর ও এর আশপাশে ড্রোন না ওড়ানোর অনুরোধ
- ৩ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী-সাধারণ মানুষের ঢল
- ৪ হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
- ৫ ওসমান হাদি বিপ্লবী নতুন বাংলাদেশের মুখ: প্রেস সচিব