ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলা নাটকের মেলা চলছে জাতীয় নাট্যশালায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:২৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৯

বাংলা নাটকের মেলা বসেছে জাতীয় নাট্যশালায়। চলছে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’। ‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’ স্লোগানে এবার মেলায় বাংলাদেশ, ভারতের ৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে আছে বাংলাদেশের পাঁচটি এবং ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লির চারটি দল।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই উৎসব। দুই বাংলার নাটক নিয়ে এটি হচ্ছে প্রাঙ্গণেমোরের ১১তম আয়োজন। ২০০৮ সালে প্রথমবার আয়োজনটি করে প্রাঙ্গণেমোর।

শুক্রবার উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় গৌতম সরকার নির্দেশিত কলকাতার প্রাক্সিস নাট্যদলের নাটক ‘আর্ট’। প্রথম দিনের নাটকটি সাড়া ফেলে ঢাকা দর্শকের মধ্যে।

শনিবার জাতীয় নাট্যশালায় দুই বাংলার নাট্যমেলার দ্বিতীয় দিনে অভিনীত হয় ‘আবৃত্ত’ নাটক। নাটকটির রচয়িতা তীর্থংকর চন্দ এবং নির্দেশনা করেছেন প্রকাশ ভট্টাচার্য। নাটকটির প্রযোজনা করেছে পশ্চিম বাংলার নাটকের দল নান্দীপট।

bangla-natok-2

রোববার জাতীয় নাট্যশালায় হয় আয়োজক সংগঠনের নাটক ‘হাছনজানের রাজা’। অনন্ত হিরার নির্দেশনায় এ নাটক লিখেছেন শাকুর মজিদ। উল্লেখযোগ্য দর্শক রোববারও দেখা গেছে।

আজ সন্ধ্যায় আছে প্রাচ্যনাটের নতুন নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনের লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘ম্যান ইন দ্য সান’-এর বাংলা অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল।

১০ ডিসেম্বর কলকাতার রসিকতা মঞ্চস্থ করবে অভিজ্ঞান ভট্টাচার্য নির্দেশিত ‘জ্যান্ত হ্যামলেট’। শেক্সপিয়ার হ্যামলেট গল্পের বিষয় যে আজকের সমাজেও ভীষণভাবে প্রাসঙ্গিক, তা তুলে ধরা হয়েছে এ নাটকে।

১১ ডিসেম্বর ফয়েজ জহিরের নির্দেশনায় বিবর্তন যশোর নিয়ে আসবে নাটক ‘কৈবর্তগাথা’। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহহেল মাহমুদ, নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। প্রাচীন বাংলার একটি ইতিহাস নিয়ে এ নাটক।

১২ ডিসেম্বর আরণ্যকের ‘ময়ূরসিংহাসন’, ১৩ ডিসেম্বর লোকনাট্য দলের ‘আমরা তিনজন’। উৎসবের সমাপনী দিনে দিল্লির দল গ্রিনরুম থিয়েটার প্রযোজিত ও অঞ্জন কাঞ্জিলাল নির্দেশিত নাটক ‘বিসমিল্লা’ মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে প্রাঙ্গণেমোর আয়োজিত এবারের ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’।

১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট দর্শক না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

জেডএ/পিআর