কুড়িল ফ্লাইওভার থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শনিবার দুপুর ১২টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদনে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাখখারুল ইসলাম এমরান জানান, শুক্রবার দিনগত রাতে বনানীগামী কুড়িল ফ্লাইওভার ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় মাফলার পেঁচানো ছিল।
প্রাথমিক তদন্তে তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ফেলে রেখে যায়। তার পরনে ছিল চেক ট্রাউজার, ফুলহাতা শার্ট ও নীল রঙের জাম্পার। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
এআর/জেএইচ/এমকেএইচ