নিজামীর সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষা শেষে জামায়াত নেতা নিজামীর রায় আগামীকাল ঘোষণা করা হবে। আমরা এ রায়ে তার সর্বোচ্চ সাজা কামনা করছি।’
নিজামীর মামলার রায় ঘোষণার দিন ধার্য করার পর মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ দাবির কথা জানান। বাদল বলেন, ‘নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আমরা আশা করছি রায়ে নিজামীকে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেবেন ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, মতিউর রহমান নিজামীর মামলায় রায়ের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো