১১ কেজি স্বর্ণের বারসহ আটক ৩
যশোরের নতুনহাটে ১০ কেজি ৯৩৫ গ্রাম ওজনের ৯৪টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চোরাকারবারীদের আটক করা হয়।
ভিন্ন ভিন্ন টহল দল নিয়ে অভিযান পরিচালনা করে এসব স্বর্ণের বার উদ্ধার করে। অভিযানে যশোর আরআইবির ব্যুরো চিফ লে. কর্নেল সাইফুল ইসলাম, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) লে. কর্নেল মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-৪৩-৪২২৯) যশোর জেলার নতুনহাটের ইটভাটা পাকা রাস্তার এলাকায় পৌঁছালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. জাহিদুল ইসলাম (৩৮), মো. ইয়াকুব আলী (২৮) ও মো. দেলোয়ার হোসেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃত স্বর্ণ ও গাড়ির বাজার মূল্য ছয় কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা।
আরএম/এফআর/জেআইএম