ফ্রেন্ডশিপ মোটর র্যালির শুরু ১৪ নভেম্বর
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) চারদেশ ফ্রেন্ডশিপ মোটর র্যালি শুরু হবে ১৪ নভেম্বর। ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর থেকে শুরু হবে এ র্যালি। পরে নেপাল, ভুটান এবং ভারতের আসাম ও ত্রিপুরা হয়ে ২৮ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করবে আখাউড়া হয়ে।
৩০ নভেম্বর সকালে ঢাকা থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেবে। একই দিনে র্যালিটি বেনাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় গিয়ে শেষ হবে।
সম্প্রতি বিবিআইএন সার্ভে টিমের সদস্যরা এ বিভাগের বিবিআইএন নোবেল অফিসার ও যুগ্মসচিব (এস্টেট) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক সভা করেন। সভায় র্যালি সফল করতে এর বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মহাসড়ক যোগাযোগ ও সম্প্রসারণের উদ্দেশ্যে গত ১৫ জুন থিম্পুতে বিবিআইএন দেশসমুহের ট্রান্সপোর্ট মিনিস্টারদের সভার সিদ্ধান্ত মোতাবেক এই র্যালি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আরএম/এসএইচএস/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার