এনআইডি সংশোধন ফি দেয়া যাবে মোবাইল ব্যাংকিংয়ে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব সেবার নির্ধারিত ফি ডাচ-বাংলা ও ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেয়া যাবে। এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নবায়ন, হারানো, নষ্ট হওয়া, তথ্য সংশোধন, স্বাক্ষর, ছবি পরিবর্তনসহ জাতীয় পরিচয়পত্র (এনঅাইডি) সংক্রান্ত সকল প্রকার সেবার ফি প্রদান করা যাবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে ইসির সঙ্গে ট্রাস্ট ও ডাচ বাংলা ব্যাংক জাতীয় পরিচয়পত্র সেবা বাবদ ফি আদায় সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
পাশাপাশি ব্যাংক দুটির সারাদেশের সব শাখা, এজেন্ট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট সার্ভিসের মাধ্যমেও এসব ফি দেওয়া যাবে। এর আগে শুধু সোনালী ব্যাংকে এসব ফি দিতে পারতেন নাগরিকরা।
নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্পের পরিচালক (অপারেশন) সৈয়দ আবু মুসা, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এসএম আকরাম সাঈদ ও ডাচ বাংলা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কাশেম শিরিন চুক্তিতে সই করেন।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে আধিপত্যবাদীদের স্থান দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
- ২ বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
- ৩ হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় জিডি
- ৪ বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট
- ৫ ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই