রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মৌচাক এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মৃত্যু হয়।
রাশেদুলের সহকর্মী আব্দুল হানিফ জানান, আমরা মৌচাকে পাবনা কলোনির নির্মাণাধীন সাত তলা ভবনের ষষ্ঠ তলার বাইরের দিকে আস্তরের কাজ করছিলাম। এসময় হঠাৎ করে রাশেদ নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। পরে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাশেদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমএফ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি কারা করছে তা স্পষ্টভাবে বলতে হবে
- ২ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার প্রতিবাদে লাল পতাকা মিছিল
- ৩ চ্যালেঞ্জ থাকলেও জবাবদিহির মাধ্যমে মানবাধিকারে অগ্রগতি সম্ভব
- ৪ পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ লাখের বেশি প্রবাসী
- ৫ গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন