ঢাকায় কোন এলাকায় কতজন করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশব্যাপী এখন পর্যন্ত (১৯ মে) ২৫,১২১ জন আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৯৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন।দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর।
ঢাকা মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১০৫০৪ জন।ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ।এ জেলায় আক্রান্তের সংখ্যা ১৫০৮।
ঢাকা মহানগরীতে আক্রান্তের হিসাব (১৯ মে পর্যন্ত)
|
এলাকা |
আক্রান্তেরসংখ্যা |
|
আব্দুল্লাহপুর |
৩ |
|
আফতাবনগর |
১ |
|
আদাবর |
২৮ |
|
আগারগাঁও |
৭৮ |
|
আমিনবাজার |
২ |
|
আমলাপাড়া |
২ |
|
আরামবাগ |
৮ |
|
আরমানিটোলা |
৫ |
|
আসাদ গেট |
১ |
|
আশুলিয়া |
২ |
|
আশকোনা |
২ |
|
আজিমপুর |
৪১ |
|
বাবুবাজার |
১২৬ |
|
বাড্ডা |
১০৮ |
|
বেইলিরোড |
১৯ |
|
বারিধারা |
১৫ |
|
বনশ্রী |
২০ |
|
বনানী |
৬১ |
|
বাংলা মোটর |
৭ |
|
বংশাল |
৮৫ |
|
বানিয়ানগর |
১ |
|
বাসাবো |
৮০ |
|
বিজয়নগর |
১ |
|
বসুন্ধরা |
৩১ |
|
বেগুণবাড়ি |
৪ |
|
বেগমবাজার |
১ |
|
বেড়িবাঁধ |
১ |
|
বকশিবাজার |
১৩ |
|
বসিলা |
১ |
|
বুয়েটএলাকা |
১ |
|
ক্যান্টনমেন্ট |
১৪ |
|
সেন্ট্রালরোড |
২ |
|
চানখারপুল |
৩৭ |
|
চকবাজার |
৭১ |
|
দনিয়া |
১৩ |
|
দক্ষিণখান |
৪ |
|
ঢাকেশ্বরী |
১ |
|
ডেমরা |
২৭ |
|
ধানমণ্ডি |
১১৬ |
|
ধলপুর |
১৮ |
|
ধোলাইপাড় |
৬ |
|
ধোলাইখাল |
২ |
|
দয়াগঞ্জ |
৩ |
|
এলিফ্যান্ট রোড |
২১ |
|
ইংলিশ রোড |
১ |
|
ইস্কাটন |
৪৬ |
|
ফরাশগঞ্জ |
২ |
|
ফরিদাবাগ |
১ |
|
ফকিরাপুল |
৩ |
|
ফুলবাড়িয়া |
১৬ |
|
ফরাশগঞ্জ |
২ |
|
ফার্মগেট |
৩৮ |
|
গেণ্ডারিয়া |
৮৭ |
|
গোলারটেক |
১ |
|
গোড়ান |
১৪ |
|
গোলাপবাগ |
১০ |
|
গণকটুলি |
৪ |
|
গোপীবাগ |
৩৩ |
|
গ্রিনরোড |
৪২ |
|
গুলিস্তান |
১১ |
|
গুলশান |
৭৫ |
|
হাতিরঝিল |
৬ |
|
হাজীপাড়া |
৩ |
|
হাতিরপুল |
১৭ |
|
হাজারীবাগ |
৭০ |
|
ইব্রাহীমপুর |
৯ |
|
ইন্দিরা রোড |
৫ |
|
ইসলামবাগ |
৯ |
|
ইসলামপুর |
৭ |
|
জেলগেট |
২ |
|
যাত্রাবাড়ী |
২৭৪ |
|
জিনজিরা |
১ |
|
জিগাতলা |
১২ |
|
জুরাইন |
৪৯ |
|
কাফরুল |
১২ |
|
কল্যাণপুর |
৩০ |
|
কলাবাগান |
৩০ |
|
কাকরাইল |
২৯৮ |
|
কাঁঠালবাগান |
১২ |
|
কমলাপুর |
১৬ |
|
কাজলা |
৩ |
|
কামরাঙ্গীরচর |
৪৫ |
|
কাজীপাড়া |
১১ |
|
কারওয়ানবাজার |
১৫ |
|
করাতিটোলা |
১ |
|
কসাইটুলি |
১ |
|
কচুখেত |
৪ |
|
খিলাগাঁও |
৯৮ |
|
খিলখেত |
৬ |
|
কলতাবাজার |
১ |
|
কদমতলী |
১০ |
|
কোতোয়ালি |
২৭ |
|
কুতুবখালি |
৭ |
|
কুড়িল |
৬ |
|
লালমাটিয়া |
৩৩ |
|
লালবাগ |
১২৬ |
|
লক্ষীবাজার |
১৯ |
|
মাদারটেক |
৭ |
|
মালিটোলা |
৪ |
|
মালিবাগ |
১১৯ |
|
মাটিকাটা |
৫ |
|
মান্ডা |
৩২ |
|
মানিকনগর |
৩৬ |
|
মানিকদি |
১ |
|
মাতুয়াইল |
৮ |
|
মেরুল |
১ |
|
মেরাদিয়া |
৯ |
|
মিন্টো রোড |
৫ |
|
মীরহাজারিবাগ |
৫ |
|
মিরপুর |
১০৯ |
|
মিরপুর১ |
৬৪ |
|
মিরপুর ২ |
১৫ |
|
মিরপুর৬ |
১৪ |
|
মিরপুর ৭ |
৪ |
|
মিরপুর১০ |
২৫ |
|
মিরপুর১১ |
৫০ |
|
মিরপুর১২ |
৫২ |
|
মিরপুর ১৩ |
১৪ |
|
মিরপুর১৪ |
৪৫ |
|
মিটফোর্ড |
৪৪ |
|
মগবাজার |
১৫১ |
|
মনিপুর |
৩ |
|
মহাখালী |
২৫৯ |
|
মোহনপুর |
১ |
|
মোহাম্মদপুর |
২২৪ |
|
মতিঝিল |
১৬ |
|
মুগদা |
২২১ |
|
নবাবপুর |
৪ |
|
নাজিরাবাজার |
১০ |
|
নারিন্দা |
৩৭ |
|
নিউ মার্কেট |
১৪ |
|
নিকেতন |
৫ |
|
নীলক্ষেত |
৪ |
|
নাখালপাড়া |
৩০ |
|
নয়াবাজার |
৪৪ |
|
নীমতলী |
১০ |
|
নিকুঞ্জ |
২ |
|
পান্থপথ |
২৬ |
|
পল্লবী |
২১ |
|
পাইকপাড়া |
৪ |
|
পল্টন |
৩৭ |
|
পীরেরবাগ |
১০ |
|
পোস্তগোলা |
৮ |
|
পুরানোপল্টন |
২৭ |
|
রাজারবাগ |
২০৭ |
|
রামপুরা |
৬৪ |
|
রমনা |
৫০ |
|
রসুলবাগ |
৪ |
|
রায়েরবাগ |
১৫ |
|
রাজা বাজার |
২১ |
|
রসুলপুর |
৫ |
|
রূপগঞ্জ |
১ |
|
রায়েরবাজার |
১৬ |
|
সবুজবাগ |
১৪ |
|
সদরঘাট |
৫ |
|
শাজাহানপুর |
৩৬ |
|
শং্কার |
৩ |
|
সায়েদাবাদ |
১৫ |
|
সেগুনবাগিচা |
১৬ |
|
সায়েন্সল্যাব |
১ |
|
শাহআলীবাগ |
২ |
|
শাহবাগ |
৭৫ |
|
শাখারিবাজার |
৩২ |
|
শান্তিবাগ |
৩২ |
|
শ্যামপুর |
১২ |
|
শান্তিনগর |
৪২ |
|
শ্যামলী |
৭৩ |
|
শেওড়াপাড়া |
১০ |
|
শেখেরটেক |
১ |
|
শহীদ নগর |
৯ |
|
সোয়ারিঘাট |
৩ |
|
সিপাহীবাগ |
৪ |
|
সিদ্ধেশ্বরী |
১৪ |
|
শনিরআখড়া |
১৯ |
|
স্বামীবাগ |
৫৬ |
|
শের-ই-বাংলানগর |
৩১ |
|
সূত্রাপুর |
৪০ |
|
তাল্লাবাগ |
৪ |
|
তালতলা |
৪ |
|
তাঁতিবাজার |
১৭ |
|
টিকাটুলি |
২৬ |
|
তেজকুনিপাড়া |
৩ |
|
তেজগাঁও |
১৫৩ |
|
তুরাগ |
২ |
|
তেজতুড়িবাজার |
৫ |
|
টঙ্গি |
১৪ |
|
টোলারবাগ |
১৯ |
|
উর্দুরোড |
১ |
|
উত্তরা |
১৬২ |
|
ভাটারা |
১৫ |
|
ভাসানটেক |
৩ |
|
ওয়ারি |
৭৯ |
সূত্র : আইইডিসিআর
১৯ মে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের ১৩ জন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তিনজন বাসায় এবং পাঁচজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন। বয়সের দিক থেকে একজন ১১ থেকে ২০ বছরের, দুজন ২১ থেকে ৩০ বছরের, দুজন ত্রিশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, চারজন ষাটোর্ধ্ব এবং দুজন সত্তরোর্ধ্ব।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৯ লাখ। মৃতের সংখ্যা তিন লাখ ২০ হাজার ছাড়িয়েছে। তবে ১৯ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।
» আরো পড়ুন: কোন জেলায় কতজন করোনায় ভাইরাসে আক্রান্ত।
পিডি/বিএ/এনএফ/এমকেএইচ/জেআইএম