বৃষ্টি থাকতে পারে আরো দুই দিন
বৃষ্টি আরো দুই দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে। মঙ্গলবার অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, মওসুমের পরিবর্তন এবং উত্তর-দক্ষিণ ও পশ্চিমের বাতাসের কারণে এ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে।
তিনি জানান, আগামী দুর্গাপূজার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এসময়ে রোদও থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি দেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণে এবং সিলেট বিভাগে হচ্ছে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি হচ্ছে না।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২ মিলিমিটার (মিমি), পতেঙ্গায় ১৫ মিমি, সন্দ্বীপে ১৭ মিমি, রাঙ্গামাটিতে ১৬ মিমি, সিতাকুন্ডে ১৩ মিমি এবং হাতিয়ায় ৪৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত