রাজধানীতে বাসচাপায় হকার নিহত
রাজধানীতে রাস্তা পারাপরের সময় মো.শ্যামল মিয়া (১৮) নামের এক হকার নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গাবতলী বাসটার্মিনালে এই ঘটনাটি ঘটে।
নিহত শ্যামল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিম নগরের মাহফুজ মিয়ার ছেলে। ঢাকায় দারুস সালাম থানাধীন গাবতলীর বড় বাজার এলাকায় থাকতেন শ্যামল। শ্যামল গাড়িতে বই বিক্রি করতে বলে তার বন্ধু আজিজুল জানায়।
গাবতলী পুলিশ ফাঁড়ির এএসআই হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাবতলী বাস টার্মিনালে রাস্তা পারপারের সময় ৭নং রুটের একটি বাসের ধক্কায় গুরুতর আহত হয় শ্যামল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শ্যামল। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের
- ২ কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে, আশা ড. ইউনূসের
- ৩ একদিনে ৪০ হাজার বাইক ও গাড়ি তল্লাশি, বন্দুক-গুলি উদ্ধার
- ৪ আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু
- ৫ পোস্টাল ভোটে প্রবাসীদের নিবন্ধন বেড়ে ৪ লাখ ৬৭ হাজার