কমলাপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২
প্রতীকী ছবি
রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে ফেন্সিডিল ইয়াবাসহ ইমরান ও রিয়াজ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সুন্দরবন প্রভাতি এক্সপেস থেকে নামার পর স্টেশনে ইমরানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগ থেকে ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
অপরদিকে, সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসে যোগে কমলাপুরে আসেন রিয়াজ।চলাফেরা সন্দেহজনক হওয়ায় তারও ব্যাগ তল্লাশি করা হলে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
জেইউ/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত