উত্তরায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। রোববার রাত সাড়ে ৯টার দিকের তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. ইসরাফিল, মো. বাবু ও মিজানুর রহমান।
এ সময় তাদের হেফাজত হতে ৬ রাউন্ড গুলিসহ ১টি রিভলবার ও ১টি প্রাইভেটকার এবং ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন- ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের একটি দল তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছে। ঘটনার দিন তারা উত্তরা পশ্চিম থানা এলাকায় নর্থ টাওয়ার কাছে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় দুটি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
ডিবি (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায়, এডিসি মাহফুজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
জেইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক?
- ২ দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, তফসিল সন্ধ্যায় অথবা কাল
- ৩ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টার দৃঢ় অঙ্গীকার
- ৪ অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকাংশই স্বীকৃতির বাইরে
- ৫ টিফা বৈঠকের আগে আরসেপে যোগদানে বাংলাদেশকে সমর্থন অস্ট্রেলিয়ার