যাত্রাবাড়ীতে ৯২০ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. শাহানুর ও মো. ফারুক হোসেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের হেফাজত হতে ৯২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ট্রাক (ঢা. মেট্রো. ট ১৬-১৭৫২) উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন- ডিএমপি’র উপ-কমিশনার(মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা অবৈধ মাদক দ্রব্যের ব্যবসার সাথে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
ওয়ারী বিভাগ এর ডিসি সৈয়দ নুরুল ইসলামের নির্দেশনায় এসি (ডেমরা জোন) এর তত্ত্বাবধানে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জেইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টার দৃঢ় অঙ্গীকার
- ২ অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকাংশই স্বীকৃতির বাইরে
- ৩ টিফা বৈঠকের আগে আরসেপে যোগদানে বাংলাদেশকে সমর্থন অস্ট্রেলিয়ার
- ৪ ‘পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে মনোভাব জাগ্রত করতে হবে’
- ৫ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কাজ করবে চসিক-এমএসএফ