করোনা উপসর্গ নিয়ে নবাবগঞ্জে আইসোলেশনে রোগীর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর (৫০) আইসোলেশনে মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, সোমবার দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তি উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা। ডা. অনুপ জানান, নিহত ওই রোগী ডায়াবেটিস ও কিডনিতে সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দিলে গত শনিবার তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। যার রিপোর্ট এখনো আসেনি।
সোমবার সকালে তার শরীরে সমস্যা দেখা দিলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে এনে ভর্তি করে। পরে দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। করোনা নিয়ম অনুযায়ী তার দাফন কার্য সম্পাদন করা হবে বলে জানান ডা. অনুপ। এ উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১২ জন বলে জানান এ চিকিৎসক।
আসাদুজ্জামান সুমন/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি