ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন
ক্রীড়া সংগঠক, বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে। মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে।
আনোয়ার হোসেন বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছোট ভাই ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচা।
ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
সুজন বলেন, শনিবার সকালে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাদার্স ক্লাব মাঠে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরের ওপর সমাধিস্থ করা হয় তাকে।
দীর্ঘদিন নানাবিধ রোগে ভোগার পর গত এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন তিনি। রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ার হোসেন উজ্জ্বল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আনোয়ার হোসেন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাফুফে ছাড়াও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক এবং পরে ভাইস প্রেসিডেন্ট, পাইওনিয়ার লীগ কমিটির সাবেক চেয়ারম্যান, ডামফার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
কেএইচ/জেডএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ প্রকৌশলীদের দাবি নিয়ে সুপারিশ দিতে কমিটির মেয়াদ আরও বাড়লো
- ২ সূত্রাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের ঢামেকে মৃত্যু
- ৩ জুলাই অভ্যুত্থানের তথ্য সংরক্ষণ করবে ‘মনসুন প্রোটেস্ট আর্কাইভস’
- ৪ হজে বাংলাদেশি ২০% যাত্রী যাবেন মদিনা দিয়ে, ফিরবেন ৩০ শতাংশ
- ৫ আজকের আবহাওয়া: ঢাকায় কমছে তাপমাত্রা, অনুভূত হচ্ছে শীত