ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২০১৫ সালে সরকারি ছুটি ১৫ দিন

প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৩ নভেম্বর ২০১৪

আগামী ২০১৫ সালের জন্য সরকারি ছুটি ১৫ দিন রেখে ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। তবে এই ১৫ দিনের মধ্যে ৯ দিনই শুক্র ও শনিবার।

দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

এ ছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৭টি বিষয় মন্ত্রিসভায় অবহিতকর করা হয়।