রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আ. রউফ জানান, স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণিতে পড়তো হোসেন। আজ দুপুরে ১টার দিকে পাশের বাসায় একটি বিল্ডিংয়ের ছাদে খেলছিল সে। বিকেল ৩টার ওই বাসার পিছনে পড়ে থাকতে দেখা যায় তাকে। তার হাত-পা একেবারে শক্ত হয়েছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
হোসেনদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অস্টগ্রাম উপজেলায়। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঢামেক/এনএফ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
- ২ বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
- ৩ লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
- ৪ ‘লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান
- ৫ ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ২ মামলা