রাজধানীতে ক্র্যাবের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র উদ্যোগে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় যৌন সংখ্যা লঘুদের (হিজড়া) মানবাধিকার ও গণমাধ্যমের ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সিদ্দেশ্বরীতে জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল রিসোর্স সেন্টারে ক্র্যাব সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় ক্র্যাব সভাপতি ইসারফ হোসেন ইসা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম রানা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এমএম বাদশাহ্, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সোসাইটির প্রোগ্রাম ডিরেক্টর ফসিউল আহসান, অ্যাডভোকেসি অফিসার সালেহ মোহাম্মদ শফি উপস্থিত থেকে কর্মশালাকে প্রানবন্ত করে তোলেন।
কর্মশালায় ক্র্যাব নেতৃবৃন্দ বলেন, এই কর্মশালার মাধ্যমে ক্রাইম রিপোর্টারদের কাজ আরো গতীশীল হবে। হিজড়াদের মানবাধিকার রক্ষায় প্রতিবেদন লিখতে এই কর্মশালা খুবই গুরুত্ব বহন করবে বলে জানান তারা।
আরএম/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ এফএএস ফাইন্যান্সের প্রায় ৫৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ২ মামলা
- ২ ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
- ৩ মানবাধিকার কমিশনের চেয়ারপারসন-কমিশনার নিয়োগে বাছাই কমিটি
- ৪ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুলের বিরুদ্ধে দুই মামলা
- ৫ কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৬ কোটি টাকা লোপাট, ৭ মামলা