মীনা বাজারকে তিন লাখ টাকা জরিমানা
গুণাগুণ নষ্ট করে এমন তাপমাত্রায় দুগ্ধজাত খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে চেইন সুপারশপ মীনা বাজারকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে অবস্থিত মীনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে বিএফএসএ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ।

বিএফএসএ সূত্র জানায়, মগবাজারের মীনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রচুর পরিমাণে পাস্তুরিত দুধ, দই এবং পনির নির্ধারিত তাপমাত্রার তুলনায় অধিক তাপমাত্রায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় যা খাদ্যের গুণাগুণ নষ্ট করে।
নির্ধারিত তাপমাত্রার চেয়ে অধিক তাপমাত্রায় দুগ্ধজাত খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এসআই/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ দস্তগীর গাজীসহ ৮ জনের বিরুদ্ধে ৮৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- ২ রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
- ৩ ভোটে থাকবেন ৬৯ রিটার্নিং কর্মকর্তা, তিনজন বাদে সবাই ডিসি
- ৪ সীমিত পরিসরে ইসির নিজস্ব কর্মকর্তারা হলেন রিটার্নিং কর্মকর্তা
- ৫ নির্বাচনকে প্রভাবিত করা আইন ছাড়া সব সিদ্ধান্ত নিতে পারবে সরকার