কূটনৈতিক পাড়ার নিরাপত্তায় পুলিশকে পেট্রল গাড়ি উপহার
রাজধানীর কূটনৈতিক জোন গুলশান এলাকায় সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা নিশ্চিতকরণের সহযোগিতায় পুলিশকে চারটি পেট্রল গাড়ি উপহার দিচ্ছে নিটল নিলয় গ্রুপ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে গাড়ির চাবি হস্তান্তর করবেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ।
মুনতাসিরুল ইসলাম জানান, নিটল নিলয় যে গাড়িগুলো উপহার দিচ্ছে তা গুলশান কূটনৈতিক পাড়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারিতে টহল পুলিশ ব্যবহার করবে। নিটল নিলয় গ্রুপের আন্তরিকতায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
জেইউ/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি কারা করছে তা স্পষ্টভাবে বলতে হবে
- ২ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার প্রতিবাদে লাল পতাকা মিছিল
- ৩ চ্যালেঞ্জ থাকলেও জবাবদিহির মাধ্যমে মানবাধিকারে অগ্রগতি সম্ভব
- ৪ পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ লাখের বেশি প্রবাসী
- ৫ গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন