মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচন ৮ ডিসেম্বর
আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করে মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। এর আগে ইসি এ বিষয়ে বৈঠক করে। বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফ্রিংয়ে সিইসি আরো বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাচাই ১৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর ।
প্রসঙ্গত, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এইচএস/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫