সকাল ১০টায় কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করবে তার পবিবার।
কামারুজ্জামানের আইনজীবী আসাদ উদ্দিন জানান, বুধবার তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন। সকাল ১০টায় কামারুজ্জামানের স্ত্রী, ছেলে ইকবাল হাসান ওয়ামীসহ পরিবারের অন্য সদস্যদের কারাগারে পৌঁছানোর কথা রয়েছে। পরে তারা সংবাদ সম্মেলন করবেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মোহম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার ফরমান আলী এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে