ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত ৫

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৫ নভেম্বর ২০১৪

রাজধানীর পূর্ব জুরাইনে ককটেল বিস্ফোরণে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৮টার দিকে পূর্ব জুরাইনের মিষ্টির গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই গলিতে ৫/৬ জন যুবক ৮/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারী জীবন (১৮), সুমন সর্দার (৩৫), রিফাত (১৪) ও এক নারীসহ অন্তত পাঁচজন আহত হন। পরে এদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানয়ীরা। এদের শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়।