২৪ ঘণ্টায় মৃত্যু নেই ময়মনসিংহ বিভাগে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও সাতজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৪৭৯ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় করোনায় দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহে কোনো রোগী মারা যায়নি। করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে চার, রাজশাহীতে দুই, খুলনায় চার, বরিশালে এক, সিলেটে তিন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ২২৪ নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৪ নমুনা পরীক্ষা করা হয়।
একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৫ হাজার ১৫৭ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনে।
এমইউ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার