তিন করোনা হাসপাতালের ২৭ চিকিৎসককে ঢাকার বাইরে বদলি
রাজধানীর তিনটি করোনা হাসপাতালে সংযুক্তিতে পদায়নকৃত সহকারী সার্জন পদমর্যাদার ২৭ চিকিৎসককে ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
হাসপাতাল তিনটি হলো- ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হাসপাতাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট হাসপাতাল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপন জারির সময় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়েছে।
এমইউ/বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার